দোকান খোলার দাবিতে আজও রাজপথে ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১৫:০২ | প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২১, ১৩:৫০

লকডাউনের প্রতিবাদে আজও রাস্তায় নেমেছেন রাজধানীর নিউমার্কেট, গাউছিয়া, হকার্স মার্কেট, এলিফ্যান্ট রোড, মিরপুরের বিভিন্ন মার্কেটসহ পুরান ঢাকার ইসলামপুরের কাপড় ব্যবসায়ীরা। সরকার ঘোষিত দেশব্যপী সাত দিনের লকডাউনের আগের দিন থেকে তারা এই বিক্ষোভ করছেন।

সোমবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীরা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে রাস্তায় নামেন। তাদের দাবি স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার অনুমতি।

ব্যবসায়ীরা বলছেন, গতবছর করোনা ভাইরাসের সংক্রমণের শুরু দিকে দীর্ঘদিন ব্যবসা বন্ধ রাখার কারণে তারা বিপুল পরিমাণ ক্ষতির সম্মখীন হয়েছেন। তারা সেই ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেননি। এসব ব্যবসায়ীদের বড় একটি আয়ের মৌসুম হচ্ছে রোজার ঈদকে কেন্দ্র করে। তাই লকডাউনের মধ্যে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখার অনুমতি চান তারা। না হলে এই ক্ষতি আর পুষিয়ে ওঠার সুযোগ থাকবে না। একে বারের জন্য ব্যবসা বন্ধ করে দিতে হবে।

এরআগে রবিবার সাত দিনের লকডাউন ঘোষণা করে সরকার। যা আজ ৫ এপ্রিল ভোর ৬টা থেকে কার্যকর হয়েছে। চলবে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে ১১টি নির্দেশনা দিয়েছে সরকার। সেখানে বলা হয়েছে সকল প্রকার গণপরিবহন (সড়ক, নৌ, রেল ও অভ্যন্তরীণ ফ্লাইট) বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা, জরুরি সেবাদানের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না। এছাড়া, বিদেশগামী/বিদেশফেরত ব্যক্তিদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

(ঢাকাটাইমস/০৫এপ্রিল/এআর/কেআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ট্রেনে ঈদযাত্রা: ৮ এপ্রিলের টিকিট বিক্রি শুরু

ঢাকায় কর দিয়ে ২৬৮০ বিয়ে 

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

এই বিভাগের সব খবর

শিরোনাম :