কালবৈশাখীতে ফরিদপুরে পেঁয়াজ বীজ চাষিদের মাথায় হাত

প্রকাশ | ০৫ এপ্রিল ২০২১, ১৪:১৯ | আপডেট: ০৫ এপ্রিল ২০২১, ১৭:৩৮

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

হঠাৎ কালবৈশাখী ঝড় আর শিলাবৃষ্টিতে ‘কালো সোনা’ খ্যাত ফরিদপুরে পেঁয়াজ বীজ ক্ষেতের ক্ষতি হয়েছে। চলতি মৌসুমে জেলা সাড়ে ১৭০০ হেক্টর জমিতে এই বীজের আবাদ হয়েছিল। চাষিদের হিসাবে যার মূল্য ছিল কমপক্ষে ৫০০ কোটি টাকা।

সদর উপজেলার অম্বিকারপুর এলাকার মাঠে গিয়ে কথা হয় কয়েকজন পেঁয়াজ চাষির সঙ্গে। তারা জানান, এই মৌসুমে এমনিতেই প্রচণ্ড রোদের কারণে বীজের মুকুল কিছুটা নষ্ট হয়েছিল। কিন্তু হঠাৎ করে ঝড় আর শিলাবৃষ্টিতে মাঠের অনেক বীজের মুকুল ঝড়ে পড়েছে, কোথাও আবার গাছ উপড়ে গেছে।

অম্বিকাপুর মাঠের পেঁয়াজ বীজ চাষি ইমতিয়াজ হোসেন বলেন, চলতি মৌসুমে আমি ৩০ বিঘা জমিতে আবাদ করেছি। কিন্তু হঠাৎ ঝড় আর শিলাবৃষ্টি বেশ ক্ষতি হয়েছে।

আরেক চাষি আবুল কালাম জানান, আর সপ্তাহ খানিক সময় পেলে পেঁয়াজের কদমগুলো ঘরে তুলতে পারতাম। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাকি সময় টুকু যদি আবহাওয়া ঠিকঠাক থাকে, তাহলে আল্লাহ রহমতে ভাল ফলন পাব।

ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. হযরত আলী জানান, ঝড়ো হাওয়া আর শিলাবৃষ্টিতে কিছুটা সমস্যা হয়েছে পেঁয়াজ চাষিরা।

(ঢাকাটাইমস/৫এপ্রিল/এলএ)