সোনারগাঁও থানার ওসি বদলি

প্রকাশ | ০৫ এপ্রিল ২০২১, ১৪:৫৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে সোনারগাঁওয়ের একটি রিসোর্টে নারীসহ অবরুদ্ধ করে রাখার ঘটনায় সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে বদলি করা হয়েছে।

গতকাল রবিবার রাতে তাকে বদলি করা হয়েছে। তবে ওই থানায় এখনও পর্যন্ত নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।

নারায়ণগঞ্জে পুলিশ সুপার (এসপি) মো. জায়েদুল আলম সোমবার দুপুরে ঢাকাটাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সোনারগাঁও থানা পুলিশের একটি সূত্র এটিকে ‘জনস্বার্থে বদলি’ হিসেবে দেখছেন। গত বছরের ৫ অক্টোবর সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব নেন রফিকুল ইসলাম।

৩ এপ্রিল হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক এক নারীকে নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে যান। পরে সেখানে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। মামুনুল হকের দাবি তিনি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে রিসোর্টে অবকাশ যাপনে গিয়েছিলেন। এ ঘটনায় রবিবার যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতার নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দেয় হেফাজতে ইসলাম।

ঢাকাটাইমস/০৫এপ্রিল/এএ/এমআর