সেভিয়ার কাছে হেরে বিপাকে অ্যাতলেটিকো

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২১, ১৫:২২

সেভিয়ার কাছে পরাজিত হয়ে লা লিগায় আবার পয়েন্ট হারিয়েছে শীর্ষে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদ। রবিবার গুরুত্বপূর্ণ ম্যাচে তারা সেভিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে। এর ফলে শিরোপা প্রত্যাশী দলটি এখন লড়াইয়ে টিকে থাকতে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার হুমকির মুখে পড়ল।

র‌্যামন সানচেজ পিজুয়ানে সেভিয়ার হয়ে ৭০তম মিনিটে জয়সূচক গোলটি করেন মার্কোস অ্যাকুনা। মৌসুমের বাকি ম্যাচগুলোতে আবার পরাজিত হলে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সামনে সুযোগ থাকবে অ্যাতলেটিকোর কাছ থেকে শিরোপার সুযোগ ছিনিয়ে নেবার।

শনিবার এইবারকে পরাজিত করে রিয়াল মাদ্রিদ এখন প্রতিবেশীদের থেকে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে। সোমবার ঘরের মাঠে রিয়াল ভায়াদোলিদকে পরাজিত করতে পারলে চার পয়েন্ট পিছিয়ে থাকা বার্সেলোনায় এগিয়ে যেতে পারবে।

এর অর্থ হচ্ছে হঠাৎ করেই মৌসুমের শেষে এসে স্পেনের শিরোপা লড়াই দারুণ জমে উঠেছে ও একইসাথে উন্মুক্ত হয়ে গেছে। মাত্র দুই মাস আগে অ্যাতলেটিকো এক ম্যাচ হাতে রেখে বার্সা ও মাদ্রিদের থেকে ১০ পয়েন্ট এগিয়ে সুস্পষ্ট ব্যবধানে শীর্ষস্থানটি ধরে রেখেছিল। এরপর থেকে তারা ১২ ম্যাচে মাত্র চারটি জয় তুলে নেয়। ইতোমধ্যেই চেলসির কাছে পরাজিত হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ থেকে বিদায় নিয়েছে দিয়েগো সিমিওনের দল। এখন ঘরোয়া লিগের শিরোপা জয়ও অনিশ্চিত হয়ে পড়েছে।

কোচ সিমিওনে বলেছেন, ‘সত্যি কথা বলতে, আমি মনে করি এসব নার্ভাসনেস থেকে হচ্ছে। এটা পুরোপুরি ভালো খেলার মানসিকতার ওপর নির্ভর করে। তাদের প্রতিরোধ করতেও আমরা ব্যর্থ হয়েছি।’

দুই সপ্তাহ আগে শেষ ম্যাচে তলানির দল আলাভেসকে ১-০ গোলে হারাতে বেশ কষ্ট করতে হয়েছে অ্যাতলেটিকোকে। সিমিওনে আশা প্রকাশ করেছিলেন, আন্তর্জাতিক বিরতি থেকে ফিরে খেলোয়াড়রা হয়ত বেশ সতেজ হয়েই মাঠে নামবেন। কিন্তু তার পরিবর্তে চতুর্থ স্থানে থাকা সেভিয়ার কাছে পরাজিত হয়ে পুরো লিগই এখন তাদের সামনে কঠিন হয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকা সেভিয়া বার্সার থেকে মাত্র চার পয়েন্ট পিছিয়ে বেশ শক্তিশালী ভাবেই চতুর্থ স্থান নিশ্চিত করেছে।

এই ম্যাচে প্রথমার্ধে লুকাস ওকাম্পাস পেনাল্টি মিস না করলে জয়টা হয়ত আরো সহজ হতো সেভিয়ার। ইভান রাকিতিচকে ডি বক্সের ভিতর ফাউলের অপরাধে হোসে জিমেনেজের বিপক্ষে পেনাল্টি আদায় করে নেয় সেভিয়া। কিন্তু ৮ মিনিটে সফরকারীদের দারুণভাবে রক্ষা করেন ইয়ান ওবলাক।

কিন্তু ম্যাচ শেষের ২০ মিনিট আগে জেসাস নাভাসের ক্রস থেকে অ্যাকুনা সেভিয়াকে জয়সূচক গোল উপহার দেন। মারিও হারমোসো পোস্টে খুব কাছে থেকে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেছেন। ম্যাচের শেষ মুহূর্তে লুইস সুয়ারেজের পাস থেকে এ্যাঞ্জেল কোরেয়া সেভিয়ার গোলরক্ষক বোনোকে পরাস্থ করতে পারেননি। দারুণ এক সেভে বোনো সেভিয়াকে রক্ষা করেছেন।

(ঢাকাটাইমস/৫ এপ্রিল/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :