‘সংবাদপত্রসেবী মাসুকের চিত্ত অনেক বড় ছিল’

মতিয়ার চৌধুরী, লন্ডন
 | প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২১, ১৬:৫৮

বিশিষ্ট ব্যবসায়ী ও সংবাদপত্রসেবী, লন্ডন থেকে প্রকাশিত অধুনালুপ্ত সাপ্তাহিক সিলেটের ডাক এর পরিচালকমণ্ডলীর চেয়ারম্যান সদ্যপ্রয়াত সুরত মিয়া মাসুকের স্মরণ সভায় বক্তারা বলেছেন, ‘তিনি ছিলেন উদার মনের মানুষ। বিত্তের পাশাপাশি চিত্তও ছিল তার অনেক বড়।’

গত রবিবার লন্ডন সময় বিকালে প্রয়াতের বন্ধু-সুহৃদদের উদ্যোগে অনুষ্ঠিত এই ভার্চুয়াল স্মরণসভা হয। এতে লন্ডন ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সুরত মিয়া মাসুকের সুহৃদ স্বজনরা অংশ নেন।

সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী লন্ডন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি হরমুজ আলী সভায় সঞ্চালনা করেন। স্মরণসভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও দোয়া পরিচালনা করেন লন্ডন ব্রিকলেন জামে মসজিদের প্রধান খতিব মাওলানা নজরুল ইসলাম।

স্মরণসভায় সিলেট থেকে অংশ নেন সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শফিকুর রহমান চৌধুরী।

তিনি মাসুক মিয়াকে একজন বড় মনের মানুষ আখ্যায়িত করে বলেন, ‘রাজনীতিতে সক্রিয় না থাকলেও সব সময়ই মাসুক মিয়া ছিলেন আমাদের সমর্থক। দেশ ও এলাকার প্রয়োজনে তিনি ছিলেন উদার হস্ত। সমাজের প্রয়োজনে নির্ভর করার মত একজন মানুষ ছিলেন সদ্যপ্রয়াত সুরত মিয়া মাসুক।’

স্মরণসভার অন্যান্য বক্তা প্রয়াত সুরত মিয়া মাসুককে একজন হৃদয়বান পরোপকারী আখ্যায়িত করে বলেন, ‘এলাকার উন্নয়ন ও অভাবী মানুষদের তিনি সাহায্য করতেন কোন প্রচার ছাড়াই। লাভের আশা না করে শুধুমাত্র সার্বক্ষণিক সম্পর্ক রক্ষার স্বার্থে বন্ধুবান্ধবদের সঙ্গে তিনি হতেন ব্যবসায়িক পার্টনার। কারো দুঃসময় বা প্রয়োজনে হস্ত প্রসারিত করে তিনি দাঁড়াতেন পাশে।’

বক্তারা তার আত্মার শান্তি কামনা করে বলেন, ‘তার মত মানুষ যত জন্মাবে, সমাজ ততই উপকৃত হবে বেশি।’

তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, ‘মাসুক মিয়া পৃথিবীতে আর নেই, আমরাও একদিন থাকবনা। কিন্তু মৃত্যুর পরও যিনি স্বজন-সুহৃদদের হৃদয়ে বেঁচে থাকেন, তিনিই হলেন ভাগ্যবান। আপনারা সেই ভাগ্যবান ব্যক্তির পরিবার সদস্য, এটিই হোক আপনাদের শান্তনা।’

সভায় বক্তব্য দেন- টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর আহবাব হোসেইন, ক্রয়ডন কাউন্সিলের কাউন্সিলর হুমায়ুন কবির, সাবেক ছাত্রনেতা, সংবাদিক সুজাত মনসুর, প্রয়াত মাসুক মিয়ার বিজনেস পার্টনার এ কে এম ইয়াহিয়া, সিদ্দিকুর রহমান, রাজনীতিক সৈয়দ এনামুল ইসলাম, কয়েস চৌধুরী, সেলিম জুবেরী, শিক্ষক ইকবাল হোসেইন, সাংবাদিক মতিয়ার চৌধুরী, সাবেক ছাত্রনেতা সৈয়দ মুজিবুর রহমান, মোহাম্মদ শাহজাহান, খালেদ চৌধুরী, ছাদ মিয়া, শফি আহমেদ, প্রয়াত সুরত মিয়া মাসুকের ছোট ভাই শামসুজ্জামান ঝুনু ও সাংবাদিক সৈয়দ আনাস পাশা প্রমুখ।

(ঢাকাটাইমস/৫এপ্রিল/পিএল)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :