জবির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ঢাকা ত্যাগ না করার নির্দেশ

প্রকাশ | ০৫ এপ্রিল ২০২১, ২১:১৪ | আপডেট: ০৫ এপ্রিল ২০২১, ২১:৪৬

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী লকডাউন চলার সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী নিজ নিজ বাসায় অবস্থান করতে হবে। কাউকে ঢাকা ত্যাগ না করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদ্দুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সকল বিভাগ বা দপ্তরসমূহ খোলা রাখার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সে সকল বিভাগ দপ্তর ছাড়াও জরুরি প্রয়োজন অনুযায়ী পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, নিরাপত্তা, পরিবহণপুলসহ অন্যান্য ইনস্টিটিউট বা দপ্তর প্রয়োজনীয় জনবল দ্বারা সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সীমিত আকারে খোলা রাখতে হবে।

এর আগে রবিবার এক বিজ্ঞপ্তিতে উপাচর্যের দপ্তর, ট্রেজারার দপ্তর, রেজিস্ট্রার দপ্তর, অর্থ ও হিসাব দপ্তর, প্রকৌশল দপ্তর, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর এবং প্রক্টর দপ্তর সীমিত জনবল দ্বারা সীমিত আকারে চালু রাখার নির্দেশ দেওয়া হয়, সেই সাথে সকল ধরনের অন-লাইন কার্যক্রম চালু রাখার জন্য বলা হয়।

(ঢাকাটাইমস/৫এপ্রিল/এলএ)