গণপরিবহনের ভূমিকায় সিএনজি-অটোরিকশা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২১, ১১:২৪

রাজধানী ঢাকায় সিএনজিচালিত অটোরিকশা ভাড়ায় চালিত পরিবহন হিসেবেই পরিচিত। এটি এককভাবে যাত্রী পরিবহন করে থাকে। তবে সরকার ঘোষিত সাত দিনের কঠোর নিষেধাজ্ঞায় রাজধানীতে গণহারে যাত্রী পরিবহন করছেন অনেক অটোরিকশাচালক।

রাজধানীর ফার্মগেট এলাকায় বাস ও লেগুনার মতো ডেকে ডেকে যাত্রী তুলছেন চালকরা। এতে বিচ্ছিন্নভাবে আসা যাত্রীরা গাদাগাদি করে ভ্রমণ করছে। ফলে সংক্রমণের ঝুঁকিও বাড়ছে।

করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়া সরকার গণপরিবহনে সামাজিক দূরত্বে ৫০ ভাগ যাত্রী পরিবহনের নিয়ম করে। কিন্তু এতেও সংক্রমণ আশানারুপ না কমায় সাত দিনের জন্য গণপরিবহন বন্ধ করে দেয়া হয়েছে। কিন্তু সিএনজিচালিত অটোরিকশায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে করে দেদার যাত্রী তোলা হচ্ছে।

ফার্মগেট ওভারব্রিজের নিচে দেখা যায়, লাইন দিয়ে প্রায় ১০টির মতো অটোরিকশা দাঁড়িয়ে। সিএনজি-অটোরিকশার চালকরা ডেকে ডেকে গুলিস্তানের যাত্রী তুলছেন। প্রতিটি অটোরিকশায় ৪ থেকে ৫ জন করে যাত্রী নেয়া হচ্ছে। আর এসব অটোরিকশার গন্তব্য গুলিস্তান। ফার্মগেট থেকে গুলিস্তান যেতে জনপ্রতি ভাড়া নেয়া হচ্ছে ৫০ টাকা।

সরকার সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে গণপরিবহন বন্ধ রেখেছে। তবুও এক অটোরিকশায় ৪ জন যাত্রী কেন জানতে চাইলে এক যাত্রী এই প্রতিবেদককে বলেন, সরকারের কথা বলে লাভ নাই।

এই প্রশ্নের জবাবে অপর এক চালক বলেন, রাস্তায় যাত্রী নেই, কিছু নেই। লোকাল যাত্রী নিয়ে কোনো মতে চলছি। ফার্মগেট থেকে গুলিস্তান যাত্রী টানছি। ৫০ টাকা করে প্রতিজন দেয়। বেশি সময় চালাতে পারি না। পুলিশ ঝামেলা করে। এর মধ্যেও ঝুঁকি নিয়ে চালাচ্ছি। কী করবো? আমাদেরও তো জীবন বাঁচাতে হবে।

(ঢাকাটাইমস/৬এপ্রিল/এআর/কেআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

এই বিভাগের সব খবর

শিরোনাম :