আজীবন সম্মাননা ফেরালেন নচিকেতা, ঝাড়লেন ক্ষোভ

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২১, ১২:৪৯

সম্প্রতি এক বেসরকারি চ্যানেলে দেখানো হল মির্চি বাংলা মিউজিক অ্যাওয়ার্ড। কিছুদিন আগে এই অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হয় এবং সম্প্রচারিত হয় গত রবিবার। এই শোয়ে আজীবন সম্মাননা দেওয়া হয় কলকাতার তুমুল জনপ্রিয় গীতিকার, সুরকার ও গায়ক নচিকেতা চক্রবর্তীকে। কিন্তু অজানা কারণে টিভিতে এই অংশটুকু দেখানো হয় না।

নচিকেতা বলেন, ‘আমাকে পুরস্কার দেবে বলে নিয়ে গিয়েছিলেন ওনারা। আমি অ্যাওয়ার্ড নেওয়ার সময় জানতে পারি, আমাকে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে। আমি মঞ্চে উঠে বলি, আমাকে এই পুরস্কার দেওয়া হলো, খুব ভালো লাগছে। কিন্তু আজীবন সম্মাননার মধ্যে তো একটা অবসরের গন্ধ আছে। কিন্তু আমি তো এখনও অবসর নেইনি, দিব্যি কাজ করে যাচ্ছি। আমাকে অবসরে পাঠিয়ে কার লাভ সেটাই বুঝিনি।’

ক্ষোভ প্রকাশ করে গায়ক আরও বলেন, ‘পুরস্কারটা আমার খুব পছন্দের। তবে আমি এই পুরস্কার গচ্ছিত রেখে যাচ্ছি। যেদিন অবসর নেব সেদিন এই পুরস্কার নিয়ে যাব।’- এই বলে আমি মঞ্চ থেকে নেমে যাই। কেউ আমার এই বক্তব্যকে সম্মানটুকুও জানাননি তখন। স্তম্ভিত হয়েছিলেন দর্শকরাও। তবে তারপর যে জায়গায় সবচেয়ে টিআরপি তুলতে পারত, সেই অংশই বাদ দিয়ে দিল। আমাকে ডিলিট করে দিল পুরো অনুষ্ঠান থেকে। আমি অপমানিত।’

সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন নচিকেতার ভক্তরা। নিন্দার ঝড় দর্শক মহলেও। ভক্তরা সেই মুহুর্তের ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘নচিকেতাকে এই ভাবে দমিয়ে রাখা যায় না। সত্য সামনে আসবেই। মানুষটার নাম ‘নচিকেতা চক্রবর্তী’। আপনারা না দেখালেও কোনো কিছু যায় আসে না। সবার জন্য তাই দেওয়া হল ছবি ও ভিডিও। সেদিন নচিকেতা কী বলেছেন সবাই শুনুন। ছড়িয়ে দিন সবাই। জয় নচিদা।’

ঢাকাটাইমস/০৬এপ্রিল/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস ঘোষণা

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :