রপ্তানিমুখী শিল্পের উন্নয়নে প্রাইম ব্যাংক-বাংলাদেশ ব্যাংকের চুক্তি

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২১, ১৫:২৪

রপ্তানিমুখী শিল্পের প্রযুক্তিগত উন্নয়ন ও আপগ্রেডেশনে পুন:অর্থায়নের সুবিধা প্রদানের লক্ষ্যে প্রাইম ব্যাংক সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে।

গত ১ এপ্রিল এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মোঃ নাসের।

এসময় প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাসান ও. রশীদ এবং বাংলাদেশ ব্যাংক এর সাসটেইনেবল ফাইন্যান্সিং বিভাগের জেনারেল ম্যানেজার খন্দকার মোর্শেদ মিল্লাত স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এই চুক্তির ফলে প্রাইম ব্যাংক রপ্তানিমুখী শিল্পের মূলধনী যন্ত্রপাতির আধুনিকীকরণ ও উন্নীতকরণে প্রযুক্তিগত প্রকল্পে বিদ্যমান ও নতুন গ্রাহকদের ঋণ দিতে পারবে। এই বিশেষ ঋণ সুবিধায় আওতায় পানি, বায়ু, তাপ ও বর্জ্য ব্যবস্থাপনা, ব্যবসায়িক প্রক্রিয়া পুনর্ব্যস্থাপনা ও অটোমেশন, কর্মক্ষেত্রে কার্যক্রম পরিচালনা, মানবসম্পদ উন্নয়ন ও পরিচালনা, বিক্রয় ও বিপণন পরিচালনা, অটোমেশন সম্পর্কিত প্রযুক্তি অন্তর্ভুক্ত থাকবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও ছিলেন- প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, ট্রানজেকশান ব্যাংকিং ও স্ট্রাকচার্ড ফিনান্স অ্যান্ড ইন্টারন্যাশনাল ডিভিশন শামস আবদুল্লাহ মোহাইমীনসহ প্রাইম ব্যাংক এবং অন্যান্য অংশগ্রহণকারী ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।

প্রসঙ্গত, ১৯৯৫ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী ব্যাংক হিসেবে ধারাবাহিক আর্থিক সাফল্য বজায় রেখে আসছে প্রাইম ব্যাংক। নতুন প্রযুক্তি এবং ফিনটেকের সাহায্যে উদ্ভাবনী ব্যাংকিংয়ে প্রাইম ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং খাতে অগ্রগামী অবস্থানে আছে। ১৪৬টি শাখা, ১৭০টি এটিএম এবং তিন হাজার ২০০ জনের বেশি নিবেদিতপ্রাণ কর্মকর্তাবৃন্দ দ্বারা পরিচালিত ব্যাংকটি কর্পোরেট, কনজ্যুমার, এমএসএমই এবং সাসটেইন্যাবল ব্যাংকিংয়ে অনন্য স্থান অর্জন করেছে। ‘এএ’ ক্রেডিট রেটিং, এডিবি, সাফা, আইসিএবি, ইউরোমানি, এশিয়ামানি ও গ্লোবাল ফাইন্যান্স পুরষ্কার এবং টেকসই ব্যাংকিংয়ে প্রতি দৃঢ় প্রতিশ্রুতি ব্যাংকটির সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতার প্রতিফলন বহন করে।

(ঢাকাটাইমস/৬এপ্রিল/পিএল)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

ভর্তুকি কমানোর পদক্ষেপ জানতে চায় আইএমএফ

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং অফিসারদের আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক প্রশিক্ষণ

ইসলামী ব্যাংকের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

সোনার দাম কমলো ভরিতে ২১৩৯ টাকা

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর নতুন ৫টি কালেকশন বুথের উদ্বোধন

ডিএমডি হিসেবে পদোন্নতি পেলেন নুরুল ইসলাম মজুমদার

প্রিমিয়ার ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবু জাফর

সোনালী লাইফের অফিস ভাড়াকে ভবনের ক্রয়মূল্যের অগ্রিম পরিশোধ দেখানোর দাবি

ভ্যাট ফাঁকি বন্ধ করতে ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি ডিভাইস বসানোর উদ্যোগ নেওয়া হবে: অর্থ প্রতিমন্ত্রী

পাটজাত পণ্যের বৈশ্বিক বাজারকে কাজে লাগাতে হবে: পাটমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :