স্বাস্থ্যবিধি মেনে বগুড়ায় দোকান খোলার দাবিতে রাস্তায় ব্যবসায়ীরা

প্রকাশ | ০৬ এপ্রিল ২০২১, ১৬:২৯

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস

লকডাউনের দ্বিতীয় দিনে দোকান খোলার দাবিতে বগুড়ার সাতমাথায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ইলেকট্রিক ব্যবসায়ীরা। মঙ্গলবার বেলা ১১টায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করেন তারা।

কর্মসূচি থেকে ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলার দাবি জানান।

মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, রমজান মাসের আগে এভাবে তাদের দোকানপাট বন্ধ রাখা হলে ব্যবসায়ীরা পথে বসবেন। এমনিতেই গত বছরের ক্ষতি এখনও পুষিয়ে নিতে পারেননি। যে কারণে তাদের এই কর্মসূচি।

এর আগে সোমবার দুপুরে বগুড়ার রানার প্লাজা মার্কেটের ব্যবসায়ীরা দোকানপাট খোলার দাবিতে মানববন্ধন করেন।

উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের জারি করা বিধি-নিষেধ অনুযায়ী জরুরি সেবা ছাড়া অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৬এপ্রিল/এলএ)