ফেরি বন্ধ, পাটুরিয়ায় ট্রাকের দীর্ঘ সারি

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১৭:৪৭ | প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২১, ১৭:৪৬

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সকাল ৬টা থেকেই ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় আটকে আছে প্রায় তিন শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক। এতে করে দুর্ভোগে রয়েছে ট্রাক চালক ও হেলপাররা। মঙ্গলবার বিকাল ৪টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাম হোসেন।

তিনি বলেন, দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে করোনা আক্রান্ত রোগী বা লাশবাহী গাড়ি থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তা পারাপার করা হচ্ছে। যখন অ্যাম্বুলেন্স পারপার করা হয়, তখন তার সাথে কিছু জরুরি পচনশীল পণ্যবাহী ট্রাক পারাপার করা হয় বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/৬এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :