ভাবি তোমাকে সালাম

মোস্তাফা জব্বার
 | প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২১, ২০:০১

সালাম রিজিয়া ভাবি। ছবিতে যাকে দেখছেন তিনি আমার রিজিয়া ভাবি। আমার বাবার চাচাতো ভাই এর ছেলে আমার চাইতে ২/৩ বছরের বড় হতদরিদ্র ঝাড়ু ভাই-এর স্ত্রী। আমার শৈশবে কিছুদিন আমার সাথে স্কুলে গেছে। পরে আমাদের গরুর রাখাল ও কামলা ছিলেন। আমিও তার সাথে গরুর রাখালের কাজ করেছি।

রিজিয়া ভাবিকে নিয়ে আমাদের বাড়িতেই থাকতেন। ভাবি বালিকা বধু হিসেবে আমাদের বাড়িতে আসেন। আমার মায়ের কৃষি কাজের সহযোগী ছিলেন তিনি। আপন দেবরের মতো অসাধারণ আদর যত্ন পেয়েছি ভাবির কাছে। ১৫ বছর আগে ঝাড়ু ভাই মারা যান।

আজ নাতি মাহবুব জানালো অসাধারণ পরিশ্রমী ভাবি এখন অন্যের বাড়িতে কামলাগিরি ছেড়ে ৪ একর জমি চাষ করেন এবং খেতের ধান নিজের গোলাতেই তোলেন। রিজিয়া ভাবিরাই বাংলাদেশের আত্মা। ভাবি তোমাকে সালাম। পরের বার বাড়ি গেলে তোমাকে খুঁজে বের করে দেখে আসব।

-তোমার আদরের দেবর।

লেখক: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

ঢাকাটাইমস/৬এপ্রিল/এসকেএস

সংবাদটি শেয়ার করুন

ফেসবুক কর্নার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :