সব আদালত ভার্চুয়ালি খুলে দেয়ার আহবান জয়নুল আবেদীনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২১, ১০:৪৪

করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বল্প পরিসরে আদালত চালু রাখার নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সুপ্রিম কোর্ট প্রসাশন। গত ৪ এপ্রিল রবিবার রাতে এমন সিদ্ধান্ত জানার পর আইনজীবীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। দুশ্চিন্তায় পড়েন বিচারপ্রার্থীরা। বিশেষ করে যাদের মামলা বছরের পর বছর বিচারধীন রয়েছে।

এদিকে আদালত সীমিত পরিসরে বসার কারণে জুনিয়র আইনজীবীদের মধ্যেও একটি অনিশ্চয়তা কাজ করে, হতাশায় পড়েন তারা। নিয়মিত কোর্ট না চললে সিনিয়রদের তুলনায় জুনিয়র আইনজীবীদের সমস্যা হবে বেশি। এসব বিবেচনায় সুপ্রিম কোর্টসহ সব আদালত ভার্চুয়ালি খুলে দিতে প্রধান বিচারপতির প্রতি আহ্ববান জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সাবেক ৩ বারের সভাপতি সভাপতি জয়নুল আবেদীন।

৬ এপ্রিল প্রধান বিচারপতির প্রতি তিনি ভার্চুয়ালি এ আহ্ববান জানান।

তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় সুপ্রিম কোর্টের কয়েকটি বেঞ্চ ও সারা দেশের বিচারিক আদালতগুলোতে একজন করে ম্যাজিস্ট্রেট বসে বিচারিক কার্যক্রম পরিচালনা করলে মামলা জট বাড়বে। সমস্যায় পুড়বেন আইনজীবী ও মক্কেলরা। বিশেষ করে যাদের মামলা অনেক বছর হলো বিচারাধীন। এমননিতেই দেশে প্রায় ৩৭ লাখ মামলার জট। সীমিত পরিসরে কোর্ট খোলা রাখলে মামলা জট আরও বাড়বে। এজন্য করোনা পরিস্থিতি মোকাবেলায় সীমিত না রেখে ভার্চুয়ালি সব আদালত খুলে দেয়া হোক।

সিনিয়র এই আইনজীবী আরও বলেন, সুপ্রিম কোর্টসহ দেশে প্রায় ৬০ হাজার আইনজীবী এ পেশায় নিয়োজিত। তাদের রয়েছে চেম্বার, জুনিয়র ক্লার্কসহ অনেক স্টাফ। করোনায় কোর্ট বন্ধ থাকলে এদের পরিবারে নেমে আসবে আর্থিক দৈন্য। তাই স্বাস্থ্যবিধি মেনে ভার্চুয়ালি দেশের সুপ্রিম কোর্টসহ সকল আদালত খুলে দিতে প্রধান বিচারপতির প্রতি আহ্ববান জানাচ্ছি। আশা করছি আমার আহ্ববান বিবেচনা করবেন প্রধান বিচারপতিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/৭এপ্রিল/এআইএম/কেআর)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :