লকডাউনে চিরচেনা চেহারায় ঢাকার সড়ক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ১২:০৭ | প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২১, ১১:২৭

সরকার ঘোষিত সাত দিনের লকডাউনের তৃতীয় দিনে বুধবার রাজধানীসহ দেশের ১০ সিটি করপোরেশন ও বিভাগীয় শহরে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। ভোর থেকেই রাজধানীতে পুরোদমে বাস চলাচল করতে দেখা গেছে।

এর আগে ৪ এপ্রিল সরকার গণপরিবহন বন্ধের যে নির্দেশনা দেয়া হয়েছিল সেটি কার্যকর হয় ৫ এপ্রিল। তবে আগের নির্দেশনা ঠিক রেখেই মঙ্গলবার বিভাগীয় শহরে গণপরিবহন চলাচলে উপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।

এদিকে গণপরিবহ চলাচল শুরু হওয়ায় সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বাস, প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, হিউম্যান হলারও ব্যাপকভাবে চলাচল শুরু করে।

গণপরিবহণ চালু হওয়ার কারণে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গাড়ির জ্যাম ও জনসমাগম চোখে পড়ার মতো। শহরের অফিসপাড়া খ্যাত মতিঝিল, কারওয়ানবাজার, বাংলামোটর, ফার্মগেট, নিউমার্কেট এলাকায় কোথাও কোথাও তীব জানযটও চোখে পড়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ যান চলাচলে নতুন যে নির্দেশনা দিয়েছে, সেখানে বলা হয়েছে প্রতিটি বাসেই ধারণ ক্ষামতার অর্ধেক যাত্রী পরিবহন করতে হবে। সেই সঙ্গে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।

গণপরিবহন চালু হলেও করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত ১৮ দফা বহাল থাকবে বলে জানানো হয়। তবে সড়কে চলাচলকরা এসব যানবাহনকে মানতে হবে কঠোর বিধি নিষেধ। প্রতিবার গাড়ি ছাড়ার আগে জীবানুমুক্ত করতে হবে। সেই সঙ্গে মানতে হবে সামাজিক দূরত্বের বিধান। তবে এখনই আন্তঃজেলা বাস চলাচলের নিষেধাজ্ঞা উঠছে না বলেও জানানো হয় বিআরটিএর সেই প্রজ্ঞাপনে।

(ঢাকাটাইমস/৭এপ্রিল/এসআর/কেআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে প্রকৌশলীকে চাপা দেওয়া বাসচালকের লাইসেন্স ছিল না: র‌্যাব

দেশীয় খেলা প্রসারের জন্য যা দরকার সরকার তা করছে: প্রধানমন্ত্রী

নির্বাচন অনেকটা ইনজেকশনের মতো, অনেকে ভয় পায়: ইসি আলমগীর

সড়ক দুর্ঘটনায় বছরে ক্ষতি ২৫ হাজার কোটি টাকার বেশি: বিআরটিএ

নানা আয়োজনে আমেরিকায় ‘বাংলাদেশ সম্মেলন’ অনুষ্ঠিত

অপতথ্য রোধে গণমাধ্যমকে ভূমিকা পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

ফুলেল শ্রদ্ধায় শিব নারায়ণ দাশকে শেষ বিদায়

আগামী বাজেটে তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি

উপজেলা নির্বাচনের সময় আ.লীগের সব ধরনের কমিটি গঠন বন্ধ থাকবে: কাদের

হজ প্যাকেজের খরচ ১ লাখ ৪ হাজার টাকা কমানো হয়েছে: ধর্মমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :