রাজধানীতে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ১

প্রকাশ | ০৭ এপ্রিল ২০২১, ১১:৫৭ | আপডেট: ০৭ এপ্রিল ২০২১, ১৪:৩৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীতে বাস ও সিএনজিচালিত আটোরিকশার সংঘর্ষে সিএনজিচালক গোলাম মোস্তফা (৪৫) নিহত হয়েছেন। বুধবার সকাল সোয়া ৭টার দিকে রাজধানীর নীলক্ষেত মোড়ে এ দুর্ঘনাটি ঘটে। দুর্ঘটনার পর বাসটি জব্দ করে চালককে আটক করেছে ঢামেক ফাঁড়ির পুলিশ। 

গুরুতর আহতাবস্থায় সিএনজিচালককে উদ্ধার করে সকাল পৌনে ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালবাগ থানার এসআই ফখরুল ইসলাম দুর্ঘটনায় নিহতের বিষয়টি ঢাকাটাইমসকে নিশ্চিত করেছেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, সিএনজিচালকের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বাসচালককে ঢামেক হাসপাতাল থেকে আটক করা হয়েছে।

আটক বাসচালক মো. জালাল মিয়া জানান, তিনি ঠিকানা বাসের চালক। সাভার থেকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড যাচ্ছিলেন। নীলক্ষেত মোড় ক্রসিং পার হওয়ার সময়ে বাম দিক থেকে সিএনজিটি সজোরে এসে বাসের সামনের চাকার সঙ্গে ধাক্কা দেয়। এতে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে বাসটি সামনে এগিয়ে রেখে তিনি সিএনজিচালককে নিয়ে হাসপাতালে আসেন বলে জানান।

পথচারী সিনিয়র স্টাফ নার্স শিপু জানান, বাস-সিএনজি সংঘর্ষে সিএনজিচালক গুরুতর আহত হলে তাকে মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক সিএনজিচালককে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সিএনজির মধ্যে থাকা এক মাছ ব্যবসায়ী সামান্য আহত হয়েছেন। আহত ব্যক্তি স্থানীয় একটি বেসরকারি হাসপাতলে চিকিৎসা নিয়েছেন। তবে তার নাম জানা যায়নি।

খবর পেয়ে নিহত সিএনজিচালকের মেয়ে আসমাসহ পরিবারের অন্য সদস্যরা ঢামেকে ছুটে আসেন।

আসমা বলেন, ভোরে বাসা থেকে বাবা বের হন, পরে সকালে খবর পাই তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।

নিহত গোলাম মোস্তফা কুমিল্লা জেলার হোমনা থানার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।  পরিবার নিয়ে রাজধানীর রামপুরা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি তিন মেয়ে ও এক ছেলের জনক ছিলেন। 

(ঢাকাটাইমস/৭এপ্রিল/কেআর)