ভোলায় টিকা নিয়েও করোনায় শিক্ষকের মৃত্যু

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২১, ১৫:২৭

ভোলায় টিকা নেয়ার দেড় মাস পর করোনা আক্রান্ত হয়ে সামসুল হুদা(৭৩) নামে একজন শিক্ষক মারা গেছেন। তিনি ভোলা শহরের মাসুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ভোলা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মুসলমান পাড়া এলাকার বাসিন্দা।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ভোলা সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সামসুল হুদার ছেলে এ.এন.এম. সোয়েব জানান, তার বাবা গত ২৮ মার্চ জ্বরে আক্রান্ত হন। তিন দিন পর কাশি শুরু হলে গত ৫ এপ্রিল ভোলা সদর হাসপাতালে করোনা নমুনা দিলে রিপোর্ট পজেটিভ আসে। পরে তার অবস্থা খারাপ হওয়ায় ওই দিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে তিনি মারা যান।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি তিনি করোনা ভাইরাসের টিকাও নিয়েছেন। তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত ছিলেন।

ভোলার সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলাম মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, সোমবার তিনি করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি হয়। পরে মঙ্গলবার রাতে তিনি মারা যান।

(ঢাকাটাইমস/৭এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :