বগুড়ায় দোকান খোলার দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২১, ১৬:১৭

লকডাউনের তৃতীয় দিনেও বগুড়ায় স্বাস্থ্য বিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। বুধবার সকালে শহরের সাতমাথায় নিউ মার্কেট, শেখ সরিফ উদ্দিন সুপার মার্কেট ও আল আমিন কমপ্লেক্সের ব্যবসায়ী ও কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।

এ সময় তাদের সঙ্গে থাকা ব্যানারে লেখা ছিল, ‘লকডাউন প্রত্যাহার করুন, অর্থনীতির চাকা সচল করুন’; ‘অনাহারের বিরুদ্ধে লড়াই করুন, আমাদের দাবি মানতে হবে, দোকানপাট খুলতে হবে’।

মানববন্ধন থেকে ব্যবসায়ীরা বলেন, মার্কেট খুলে দেয়া হলে তারা বিপুল অংকের লোকসানের হাত থেকে রক্ষা পাবেন। তারা সব ধরনের স্বাস্থ্য বিধি মেনে ব্যবসা পরিচালনার প্রতিশ্রুতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেবেন বলে জানান।

(ঢাকাটাইমস/৭এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :