রাতে ৮ ঘণ্টা মোবাইল সেবা বিঘ্নিত হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ১৮:১০ | প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২১, ১৮:০৬
ফাইল ছবি

আজ রাত থেকে আট ঘণ্টার জন্য বিঘ্নিত হতে পারে মোবাইল নেটওয়ার্ক পরিষেবা। এক্ষেত্রে মোবাইল নেটওয়ার্ক পরিষেবার আওতায় থাকা সকল ধরনের সেবা গ্রহিতারা সমস্যার সম্মুখীন হতে পারেন।

বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) উপ-পরিচালক জাকির হোসেন খাঁনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিটিআরসি জানিয়েছে, আজ রাত ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত মোবাইল নেটওয়ার্কে সমস্যা হতে পারে। কারণ হিসেবে বিটিআরসি জানিয়েছে, নতুন তরঙ্গের সেবা নিয়ে আসছে মোবাইল অপারেটরগুলো। তরঙ্গ বিন্যাসের প্রথম ধাপ আগেই সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ধাপে ২১০০ মেগাহার্টজ তরঙ্গের নতুন বিন্যাস করা হচ্ছে। নতুন বিন্যাসের কারণে এই সমস্যা হতে পারে।

৯ এপ্রিল থেকে নতুন তরঙ্গের সেবা দেবে মোবাইল অপারেটরগুলো। নতুন তরঙ্গে সেবা দেওয়া শুরু হলে আর সমস্যা থাকবে না। উল্লেখিত সময়ের পর থেকে উন্নতমানের সেবা পাবেন গ্রাহকরা।

ঢাকাটাইমস/৭এপ্রিল/আরকে/এমআর

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা