গোপালগঞ্জে যাত্রীর তুলনায় ইজিবাইক বেশি!

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২১, ১৯:৪৭

লকডাউনে গোপালগঞ্জ শহর এলাকায় ইজিবাইক ও মাহেন্দ্র চলাচল স্বাভাবিক দিনের মতই। তবে গত কয়েকদিন অফিসগামী যাত্রীর তুলনায় পরিবহন সংকট থাকলেও বুধবার ভিন্ন চিত্র দেখা গেছে।

সরেজমিনে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সড়কে ইজিবাইকের তুলনায় যাত্রী কম। বেলা বাড়তে থাকলে ইজিবাইকের সংখ্যা কমতে থাকে। দূরপাল্লার গণপরিবহন চলাচল বন্ধের সিদ্ধান্ত বলবৎ রয়েছে।

তবে শপিংমল ও মার্কেটগুলো অধিকাংশ খোলা আছে। লোক সমাগম রয়েছে কম। অনেকে দোকানের এক সাটার খুলে বেচাকেনা করছেন। ম্যাজিস্ট্রেট ও প্রশাসনের গাড়ি দেখলে দ্রুত বন্ধ করছেন দোকান। চলে গেলে আবার খুলছেন।

ব্যবসায়ীরা বলছেন, সামনে পহেলা বৈশাখ ও রমজান মাস ব্যবসার সময়। এখন দোকান বন্ধ রাখলে অনেক বড় লোকসান হয়ে যাবে। তারা করোনার জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা করতে চান।

তবে করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে লাগাম টেনে ধরা এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই অনেকে মনে করেন আগে জীবন বাঁচাতে হবে। তারপর সব ব্যবসা-বাণিজ্য চালাতে হবে। প্রশাসন বলছে সরকারের নির্দেশনা বাস্তবায়নে আমরা কাজ করছি। নজরদারি রাখছি সব কিছু।

(ঢাকাটাইমস/৭এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :