আলফাডাঙ্গায় মূল্য তালিকা না থাকায় জরিমানা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২১, ২০:৪৫

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় দ্রব্যমূল্যের দামের লাগাম টানতে ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু হয়েছে। বুধবার বিকালে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনাকালে পৌর বাজারের তিন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আদালত পরিচালনা করেন আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার আইনে পণ্যের মূল্য তালিকা না থাকায় ফারুক ভুইয়া নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও একই অপরাধে ভোক্তা অধিকার আইনে পৌরসদর বাজারের ব্যবসায়ী ওহিদুজ্জামান মিলনকে ১০ হাজার টাকা ও বিল্লাল হোসেনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল ইসলাম জানান, ‘মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ব্যবসায়ীকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এসব অভিযান অব্যাহত থাকবে।’

(ঢাকাটাইমস/৭এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :