সূচকের বড় পতনে শেষ হলো সপ্তাহ

প্রকাশ | ০৮ এপ্রিল ২০২১, ১২:১৮

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

টানা তিন দিনে দেশের উভয় পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের পর পতন দিয়ে শেষ হলো সপ্তাহ। এদিন উভয় পুঁজিবাজারে লেনদেনের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন হয়েছে ৪৭৫ কোটি ৮৭ লাখ ৭৯ হাজার টাকা। যা আগের দিনের তুলোনায় ১০৬ কোটি টাকা কম লেনদেন হয়েছে। বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৮২ কোটি ৫২ লাখ ২৯ হাজার টাকা।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৪৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ২৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

বৃহস্পতিবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬১৫ টাকা। যা আগের দিনের তুলনায় ছয় কোটি টাকা কম। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২১৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪৬টি কোম্পানির। দর কমেছে ১৫৪টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ৮২ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ২৫৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৯৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯৯০ পয়েন্টে।

অপর দিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ২৩৭ পয়েন্টে। সিএসইএক্স সূচক ১১৮ পয়েন্ট কমে অবস্থান করছে নয় হাজার ১৯৩ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৬৭৫ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৫৬ পয়েন্টে। সিএসআই ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৬৮ পয়েন্টে।

(ঢাকাটাইমস/০৮এপ্রিল/এসআই)