পহেলা অক্টোবর থেকে শুরু এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি

প্রকাশ | ০৮ এপ্রিল ২০২১, ১৬:১১

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বন্ধ হয়ে যাওয়া এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন সময় সীমা নির্ধারণ করেছে এশিয়ান হকি ফেডারেশন। নতুন সূচি অনুযায়ী ১ অক্টোবর শুরু হয়ে টুর্নামেন্টটি চলবে ৯ অক্টোবর পর্যন্ত। আয়োজক দেশ হিসেবে এশিয়ার মর্যাদার এই টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নেবে বাংলাদেশ।

২০২০ সালের নভেম্বরে হওয়ার কথা ছিল এই টুর্নামেন্ট। করোনাভাইরাসের কারণে টুর্নামেন্ট প্রথমে পিছিয়ে দেয়া হয়েছিল ২০২১ সালের মার্চ পর্যন্ত। জানুয়ারি মাসে তৃতীয়বারের মতো টুর্নামেন্ট স্থগিত করে অক্টোবরে আয়োজনের সম্ভাব্যতার কথা জানিয়েছিল এশিয়ান হকি ফেডারেশন।

তবে বাংলাদেশ টুর্নামেন্টটি এগিয়ে এনে ১০ অক্টোবর শুরু করতে চেয়েছিল। কিন্তু আন্তর্জাতিক শিডিউল মেলাতে গিয়ে বাংলাদেশের অনুরোধ রাখতে পারেনি এশিয়ান হকির অভিভাবক সংস্থাটি। তাই তারা আরও এগিয়ে এনে ১ অক্টোবর শুরুর দিন নির্ধারণ করেছে।

(ঢাকাটাইমস/০৮এপ্রিল/এমএম)