পুলিশ পরিচয়ে ধর্ষণ, র‌্যাবের হাতে ধরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২১, ১৯:৪৮

পুলিশ পরিচয়ে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেয়ার ভয় দেখিয়ে এক নারীকে ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম রবিন শেখ।

বৃহস্পতিবার ভোরে ঢাকার কেরাণীগঞ্জের পূর্ব চড়াইল রেখার মেম্বরের গলি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিকালে র‌্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‌্যাব জানিয়েছে, রবিন শেখ এলাকায় বিভিন্ন সময় পুলিশ সদস্য হিসেবে মিথ্যা পরিচয় দিতেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি খেলনা পিস্তল, দুটি মোবাইল ফোন এবং পুলিশের পোশাক পরিহিত এডিটিং করে তৈরি করা ছবি উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে র‌্যাব জানতে পেরেছে, দুই মাস আগে রবিন শেখসহ আরও চার থেকে পাঁচজন মিলে নির্যাতনের শিকার ওই নারীর বাসায় গিয়ে নিজেদের পুলিশ বলে পরিচয় দেন। এসময় ওই নারীকে মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে তার বাসা থেকে নগদ টাকা ও অন্যান্য মূল্যবান জিনিস নিয়ে যায়। কিছুদিন পর রবিন শেখ আবার ওই নারীর বাসায় গিয়ে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখিয়ে হাত পা বেঁধে ধর্ষণ করেন। এমনকি ধর্ষণের দৃশ্য মোবাইলে ভিডিও করেন। পরে এই ভিডিও ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ওই নারীকে বিভিন্ন সময় ধর্ষণ করেন। একপর্যায়ে রবিন শেখের নজর যায় নির্যাতিত নারীর মেয়ের দিকে। সেই ভিডিওর ভয় দেখিয়ে নারীর মেয়েকেও ধর্ষণের চেষ্টা করেন। পরে ওই নারীর অভিযোগের ভিত্তিতে রবিন শেখকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তারের পর উদ্ধার হওয়া মোবাইলে জোরপূর্বক ধর্ষণের ভিডিও পাওয়া যায়। এছাড়াও পুলিশের ইউনিফর্ম পরিহিত বেশ কিছু ছবি পাওয়া যায়।

এসব ছবির বিষয়ে গ্রেপ্তার রবিন র‌্যাবকে জানিয়েছেন, এই ছবিগুলো বিশেষ অ্যাপের মাধ্যমে এডিট করে তৈরি করা। তিনি নিজেকে ফেসবুকে পুলিশ হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সঙ্গে নানাধরনের প্রতারণা করে আসছিলেন বলেও জানিয়েছেন।

গ্রেপ্তার রবিন শেখের বিরুদ্ধে নির্যাতিত ওই নারী থানায় ধর্ষণ মামলা দায়ের করায় তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে র‌্যাব।

(ঢাকাটাইমস/০৮এপ্রিল/এআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

পল্লবীতে পাভেল হত্যা: নেপথ্যে মাদক ব্যবসা, গ্রেপ্তার ৮

মাদক-ইয়াবা কারবারে বদির দুই ভাইয়ের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হটলাইন থেকে গ্রাহককে ফোন, অ্যাকাউন্টের টাকা হাওয়া

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৮, মামলা ৬

ট্রেনের টিকিট কালোবাজারি গ্রেপ্তার 

এটিএম বুথের প্রহরী হত্যা: টাকা লুটের উদ্দেশ্যে নাকি ব্যক্তিগত কারণ? কী বলছে পুলিশ?

রাজধানীতে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা

কেএনএফকে সহযোগিতা, বান্দরবান থেকে একজন গ্রেপ্তার

ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার শিকার সেই চিকিৎসকের মৃত্যু

রাষ্ট্রপতির আত্মীয় পরিচয়ে প্রতারণা, নিঃস্ব বহু ট্রাভেল ব্যবসায়ী

এই বিভাগের সব খবর

শিরোনাম :