রবির অন্তবর্তীকালিন তিন শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রকাশ | ০৯ এপ্রিল ২০২১, ১০:০২ | আপডেট: ০৯ এপ্রিল ২০২১, ১০:১৮

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

পুঁজিবাজারের তালিকাভুক্ত টেলিকমিনিউকেশন খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য তিন শতাংশ অন্তবর্তীকালিন লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,  চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ’২১) রবি আজিয়াটা লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে সাত পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির কমেছে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি)। ২০২০ সাল শেষে রবি আজিয়াটা লিমিটেডের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ছিল ১৩ টাকা ৯০ পয়সা, যা প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ’২১) কমে দাড়ায় ১২ টাকা ৬৬ পয়সা।

কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ মে ২০২১।

(ঢাকাটাইমস/০৯এপ্রিল/এসআই)