পেলের নামে স্টেডিয়ামে গভর্নরের না

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ১১:২৮ | প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২১, ১১:২০

ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে পেলের নামে রাখার সিদ্ধান্ত নেয়া হলেও সেটা আর হচ্ছে না। রিও ডি জেনেরিও রাজ্যের গভর্নর ক্লাউদিও কাস্ত্রো তাতে ভেটো দিলে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। মূলত ওই রাজ্যের জনগণই মারাকানা স্টেডিয়ামের নাম পরিবর্তনের পক্ষে নয়।

শুরুতে স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছিল মারিও ফিলহোর নামে, যিনি ছিলেন একজন সাংবাদিক। তিনি ১৯৪০ সালে স্টেডিয়ামটি নির্মাণের পক্ষে তদবির করেছিলেন। অধিকাংশ ব্রাজিলিয়ান এটাকে ডাকেন শুধুই মারাকানা নামে। নাম পরিবর্তনের সিদ্ধান্তের বিরোধিতাকারীদের অনেকের যুক্তি, রিওর বাসিন্দা নয় এমন কারো নামে স্টেডিয়ামটির নামকরণ করা ঠিক হবে না। প্রতিবাদকারীদের মধ্যে আছেন পেলের ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের সতীর্থ জেরসন এবং মারিও ফিলহোর নাতি। জেরসন এটাকে ‘অযৌক্তিক’বলে মত দেন।

ক্যারিয়ারে অনেক ম্যাচই পেলে খেলেছিলেন মারকানা স্টেডিয়ামে। শুধু তাই নয় ক্যারিয়ারে নিজের হাজারতম গোলটিও তিনি করেছিলেন এই মাঠে, ১৯৬৯ সালে সান্তোসের হয়ে স্থানীয় ক্লাব ভাস্কো দা গামার বিপক্ষে। তাই পেলের নামে মারাকানা স্টেডিয়ামের নামকরণ করতে চেয়েছিল রাজ্য সরকার। কিন্তু প্রতিবাদের মুখে সিদ্ধন্ত পরিবর্তন করতে বাধ্য হচ্ছে তারা।

বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়ামগুলোর মধ্যে মারাকানা একটি। এর দর্শক ধারণ ক্ষমতা প্রায় ৮০ হাজার। ১৯৫০ ও ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালের আয়োজক হিসেবে মারাকানা স্টেডিয়ামের রয়েছে বিশেষ পরিচিতি। এছাড়া ২০১৬ সালের অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানও হয়েছে বিশ্বের অন্যতম বড় এই স্টেডিয়ামটিতে।

উল্লেখ্য, গত বছরের ২৫ নভেম্বর দিয়েগো ম্যারাডোনার মহাপ্রয়াণের পর ইতালিয়ান ক্লাব নাপোলি তাদের স্টেডিয়াম আর্জেন্টাইন কিংবদন্তির নামে নামকরণ করে। আগে স্টেডিয়ামটি পরিচিত ছিল সান পাওলো নামে।

(ঢাকাটাইমস/০৯এপ্রিল/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :