সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

প্রকাশ | ০৯ এপ্রিল ২০২১, ১১:৪৩

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির তিন কোটি ২৫ লাখ ৩৯ হাজার ৮৯০টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ২৩৬ কোটি ৬৬ লাখ ৩৯ হাজার টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭২ টাকা ৭০ পয়সা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা রবি আজিয়াটা লিমিটেডের তিন কোটি ৪০ লাখ ৪৭ হাজার ৪৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫৩ কোটি ৪৭ লাখ ৪৩ হাজার টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৬ টাকা ১০ পয়সা।

তৃতীয় স্থানে থাকা এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এক কোটি ৬৪ লাখ আট হাজার ৭২১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০২ কোটি তিন লাখ ৩৩ হাজার টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৩ টাকা ৩০ পয়সা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের ৭২ কোটি ৫০ লাখ ১৬ হাজার টাকা, প্রভাতি ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৬৭ কোটি ১১ লাখ ৯৯ হাজার টাকা, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড ৬৬ কোটি ১৬ লাখ ২৮ হাজার টাকার, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ৫২ কোটি ৭৫ লাখ ৩৬ হাজার টাকার, সামিট পাওয়ার লিমিটেডের ৪৬ কোটি ৪৮ লাখ ৮৩ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেডের ৪২ কোটি চার লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং দেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৪০ কোটি ৪৭ লাখ ৮৮ হাজার টাকা।

(ঢাকাটাইমস/০৯এপ্রিল/এসআই)