স্বাস্থ্যবিধির বালাই নেই লেগুনায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২১, ১৬:৩৮

করোনা মহামারির দ্বিতীয় ঢেউ ঠেকাতে চলছে এক সপ্তাহের লকডাউন। প্রথমে গণপরিবহন বন্ধ ঘোষণা করলেও কিছু বাস্তবতার মুখোমুখি হয়ে রাজধানীসহ সিটি করপোরেশনগুলোতে গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার। তবে বেঁধে দেয়া হয়েছে বেশ কিছু বিধিনিষেধ। সরকারের দেয়া নির্দেশনায় গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের কথা বলা হয়। সাধারণত বাসগুলোতে দুই সিটে একজন যাত্রী নিয়ে চলাচল করলেও ছোট যানবাহনে সরকারের দেয়া নিয়মনীতির কোনোটায় মানা হচ্ছে না।

শুক্রবার দুপুরে রাজধানীর গাবতলী, বেড়িবাঁধ, ঢাকাউদ্যান এবং সিকশনসহ রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখে গেছে।

সরেজমিনে দেখা যায়, সরকারঘোষিত নিয়ম-নীতির তোয়াক্কা না করে অতিরিক্ত যাত্রী বহন করছে গাবতলী থেকে সিকশন রুটে চলাচলকারী লেগুনাগুলো। এই রুটে লেগুনার এক যাত্রীর সঙ্গে কথা বললে তিনি ঢাকা টাইমসকে বলেন, ’আমাদের কিছু করার নাই। তারা যাত্রী না ভরে গাড়ি ছাড়ছে না। যে গাড়িতেই উঠবো সবই একই অবস্থা।’

রাসেল হোসেন নামের অপর এক যাত্রী বলেন, ‘অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। গাড়ি পাচ্ছি না। গাড়ির অভাবেই এভাবে ঝুঁকি নিয়েই লেগুনায় উঠেছি।’

অতিরিক্ত যাত্রী পরিবহন দেখা গেছে, ফার্মগেট থেকে জিগাতলা, জিগাতলা থেকে মোহাম্মদপুর, মোহাম্মদপুর থেকে শ্যামলী, শ্যামলী থেকে ঢাকা উদ্যান রুটে।

শ্যামলী থেকে ঢাকা উদ্যান রুটে চলাচলকারী উড়াল পাখি পরিবহনের শ্রমিকদের সভাপতি বাচ্চু মিয়ার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি ঢাকা টাইমসকে বলেন, ’সরকারি নির্দেশনা মানতে শ্রমিকদের প্রতি আমাদের নির্দেশনা আছে। শ্রমিকরাও তা মেনে চলে। তবে কিছু কিছু ক্ষেত্রে যে শ্রমিকরা নিয়ম ভাঙছে তা আমরা জানি এবং এ বিষয়ে শ্রমিকদের নিয়মিত সতর্ক করি।’

যাত্রীদের বিষয়ে এই শ্রমিক নেতা বলেন, ’আবার সব দোষ শ্রমিকদের সেটাও না। যাত্রীরাই জোর করে উঠে যায়।’

(ঢাকাটাইমস/০৯এপ্রিল/আরকে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :