কক্সবাজারে সৈকতে বিশাল মৃত তিমি

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২১, ১৭:০৪

কক্সবাজারের রামুতে সমুদ্র সৈকতে একটি বিশাল আকৃতির মৃত তিমি পড়ে আছে। তিমিটি দেখতে উৎসুক জনতা ভিড় জমিয়েছে।

শুক্রবার দুপুরে হিমছড়ি ও দরিয়ানগর নামক এলাকার মাঝামাঝি একটি জায়গায় তিমিটি পাওয়া যায়। জোয়ারের পানি নামতে শুরু করলে তিমিটি স্থানীয় লোকজনের চোখে পড়ে।

স্থানীয়রা ধারণা করছেন, তিমিটি কয়েক দিন আগে মারা গিয়েছে। কারণ এটি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আমিন আল পারভেজ ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানিয়েছেন, প্রাণিসম্পদ কর্মকর্তারা তিমিটির মৃত্যুর কারণসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করবেন। এরপর তাদের পরামর্শ নিয়ে তারা পরবর্তী পদক্ষেপ নেবেন।

ডিসি বলেন, সাধারণভাবে মনে হচ্ছে বেশ কয়েক দিন আগেই মারা গেছে এটি এবং সে কারণে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় খুব দ্রুতই এটিকে অপসারণ করতে হবে।

(ঢাকাটাইমস/০৯এপ্রিল/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :