ফরিদপুরে করোনায় বেশি আক্রান্ত সদরে

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২১, ১৯:৪৯

ফরিদপুর জেলায় দ্বিতীয় ধাপে মহামারি করোনা ভাইরাসের আক্রান্তের দিক থেকে সর্বাধিক রোগী সংখ্যা ফরিদপুর সদরে। জেলায় এ পর্যন্ত মোট কোভিড-১৯ আক্রান্ত হয়েছে নয় হাজার ১৬৯ জন। এর মধ্যে ফরিদপুর জেলা সদরের রয়েছে পাঁচ হাজার ৫৫১ জন।

শুক্রবারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪৬ জন, এর মধ্যে সদর উপজেলাতেই ৪৩ জন।

ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, কোভিড-১৯ শনাক্ত হওয়া নয় হাজার ১৬৯ জন রোগীর বিপরীতে সুস্থ হয়েছে আট হাজার ৫২৭ জন। শুক্রবার পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেছে ১৩১ জনের। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতাল ও বাসাবাড়িতে চিকিৎসাধীন রয়েছে ৬৪২ জন।

ফরিদপুরের জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, করোনায় সংক্রমিতের দিক থেকে জেলায় বেশি রয়েছে ফরিদপুর সদর উপজেলায়। এখানে আক্রান্ত হয়েছে সাড়ে পাঁচ হাজারের বেশি। আর মারা গেছে ৮৬ জন। এছাড়াও জেলায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভাঙ্গা উপজেলা। এ উপজেলায় আক্রান্তের সংখ্যা ৭৪২ জন। মারা গেছে ১৬ জন রোগী।

সরকারি এই স্বাস্থ্য কর্মকর্তা জানান, ফরিদপুরের আক্রান্তের হার শতকরা ২১ দশমিক ০৬ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪২ শতাংশ।

মহামারি করোনা ভয়াবহতা প্রসঙ্গে ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমাদের স্বাস্থ্য বিভাগ, সরকার, স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তর থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন যেভাবে করোনা বিপদের কথা তুলে ধরছে তাতেও যদি আমরা নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগী না হই, তাহলে এ্রর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না।

তিনি বলেন, এখনই যদি প্রত্যেকেই করোনা বিষয়ে সচেতন না হতে পারি তাহলে আমাদের সবাইকেই চড়া জবাব দিতে হবে। তখন আপসোস করে কোনো লাভ হবে না। প্রতিমুহূর্তেই প্রিজনদের হারাতে হবে। আমরা কেউ চাই না নিজেদের আপনজনকে হারাতে। এই কারণে এখন থেকেই অবশ্যই সরকারি দেয়া সব স্বাস্থ্যবিধি মেনে এই মহামারি করোনা সময়টি পার করি।

(ঢাকাটাইমস/৯এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু 

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :