অ্যালেন শুভ্রর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ এপ্রিল ২০২১, ১২:১২

নাটকে কাজ করার জন্য অগ্রিম পারিশ্রমিক নিয়েও শুটিং স্পট থেকে পালিয়েছেন অ্যালেন শুভ্র। ছোটপর্দার এই অভিনেতার বিরুদ্ধে এমন অভিযোগই করেছেন নির্মাতা আহমেদ আজিম টিটু। তার অভিযোগ, শুটিংয়ের দিনে উপস্থিত হয়েও কাউকে কিছু না জানিয়ে স্পট থেকে পালিয়ে যান অ্যালেন শুভ্র।

জানা যায়, আজিম টিটুর রচনা ও পরিচালনায় ‘দাদার বিয়ে’ নামে একটি নাটকের অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন এই অভিনেতা। তার জন্য অগ্রিম পারিশ্রমিকও নেন। শুটিং শিডিউল ছিল গত ৩ ও ৪ এপ্রিল। প্রথমদিন দুপুর বেলা অ্যালেন শুভ্র রাজধানীর অদূরবর্তী লোকেশন ৩০০ ফিট রাস্তার পাশে ডাক্তার বাড়ি শুটিং স্পটে হাজিরও হন। কিন্তু বিকালে কাউকে কিছু না জানিয়ে তিনি সেখান থেকে চলে আসেন।

নির্মাতা আহমেদ আজিম টিটু বলেন, ‘কী কারণে শুভ্র কাউকে কিছু না বলে চলে আসল, আমার বুঝে আসে না। যদি কোনো সমস্যাও হতো, সে আমাকে বলতে পারতো। পরে তাকে ফোনে অসংখ্যবার ট্রাই করি। কিন্তু ফোন বন্ধ পাই। উপায়ান্তর না দেখে ওই রাতেই আমি শুটিং বন্ধ করে ঢাকায় চলে আসি।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আমি অপূরণীয় ক্ষতির মুখে পড়েছি। ইতোমধ্যে আমি অভিনয় শিল্পী সংঘ ও ডিরেক্টর গিল্ডসহ সংশ্লিষ্ট সমিতিগুলোতে আমার ক্ষতিপূরণ ও অ্যালেন শুভ্রর অপেশাদারি আচরণের বিচার চেয়ে আবেদন করেছি।’

এদিকে নির্মাতা টিটুর অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন অ‌্যালেন শুভ্র। তার ভাষায়, ‘শিডিউল ফাঁসানোর অভিযোগ সত্য নয়। আমি বিষয়টি ডিরেক্টর গিল্ডকে জানাবো।’ অন্যদিকে পরিচালকের বক্তব্য, ‘শুটিং সেটে আরও অনেক আর্টিস্ট ছিল। এ বিষয়টি সবাই জানেন। চাইলে তাদের সঙ্গে কথা বলতে পারেন।’

প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালে নির্মাতা নিয়াজ মাহবুবকে ইট দিয়ে আঘাত করার অভিযোগ উঠে অ‌্যালেন শুভ্রর বিরুদ্ধে। সে সময় তাকে তিন মাসের জন্য সব ধরনের শুটিং থেকে নিষিদ্ধ করা হয়। এছাড়া কিছুদিন আগে ‘আদম’ নামে একটি ছবির শুটিং সেটে তিনি ঝামেলা বাধান বলে শোনা যায়। সেই বিতর্ক শেষ না হতেই নতুন বিতর্কে জড়ালেন অভিনেতা।

ঢাকাটাইমস/১০এপ্রিল/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :