বইমেলা শেষ হচ্ছে সোমবার

নিজস্বপ্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ এপ্রিল ২০২১, ১৩:৫৯ | প্রকাশিত : ১০ এপ্রিল ২০২১, ১৩:১৮

করোনাভাইরাসের কারণে এ বছর এক মাস পিছিয়ে শুরু হয় অমর একুশে বইমেলা। কিন্তু দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় দুইদিন আগেই বইমেলার পর্দা নামছে আগামী ১২ এপ্রিল।

শনিবার দুপুরে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী জানিয়েছেন, এবারের বইমেলা আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলার কথাছিল। তবে ওইদিন থেকে সর্বাত্মক লকডাউন শুরুর ঘোষণা আসায় নির্ধারিত সময়ের দুইদিন আগেই বইমেলা শেষ করার সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরো বলেন, এই সিদ্ধান্তের ফলে প্রকাশকেরা তাদের স্টল থেকে বই সরিয়ে নিতে ও গোছগাছ করার জন্য একদিন সময় পাবেন।

এদিকে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ১৪ এপ্রিল থেকে দেশব্যাপী কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এসময় জরুরি সেবার আওতায় থাকা প্রতিষ্ঠান ছাড়া সবকিছু বন্ধ থাকবে।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/এআর/কেআর)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :