নোয়াখালীতে স্বাস্থ্য কর্মকর্তাসহ আরও ৮৪ জনের করোনা শনাক্ত

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ এপ্রিল ২০২১, ১৪:১৭

সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মতিউর রহমানসহ নোয়াখালীতে নতুন করে ৮৪ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। জেলায় নতুন আক্রান্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার।

এদিকে গত বুধবার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ১২০ শয্যা বিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন সদর উপজেলা বাসিন্দা হাফেজ ছায়েদ আহমদ (৮০) নামে এক ব্যক্তি। তিন দিন চিকিৎসা নেওয়ার পর শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে মারা যান তিনি। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ৩৫ জন রোগী।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্য কর্মকর্তা মতিউর রহমানের শরীরে করোনা শনাক্তের পর থেকে তিনি হোম আইসোলেশনে রয়েছেন। এছাড়াও নতুন আক্রান্তদের মধ্যে রয়েছে-জেলা সদরের ২০, বেগমগঞ্জের ২৭, সুবর্ণচরের চার, সোনাইমুড়ীর নয়, চাটখিলের চার, সেনবাগের ছয়, কোম্পানীগঞ্জের পাঁচ ও কবিরহাটের আটজন।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ছয় হাজার ৫৭৮ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৫২৫ জন। মৃত্যু হয়েছে ৯৩ জনের। আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯৬০ জন।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :