কখনো ভাবিনি মেসি বিশ্বসেরা হবে: ওরল্যান্ডি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ এপ্রিল ২০২১, ১৫:০৪ | প্রকাশিত : ১০ এপ্রিল ২০২১, ১৪:৫৫

বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলারদের তালিকায় তৈরি করা হলে সেখানে আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসির নাম উপরের দিকেই থাকবে। নিজ যোগ্যতায় ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ছয়বার ব্যালন ডি’অর লুফে নিয়েছেন তিনি। তবে আজকের মেসি কিন্তু শুরুতেই সেরা ছিলেন না। আর তিনি যে বিশ্বসেরা হবেন সেটাও কল্পনা করতে পারেননি মেসির সাবেক সতীর্থ আন্দ্রে ওরল্যান্ডি। ফুটবলভিত্তিক জনপ্রিয় সংবাদ মাধ্যম গোল ডটকমে সাক্ষাৎকার দেয়াকালে এ কথা জানান তিনি।

ওরল্যান্ডি বলেন, ‘তার সঙ্গে অনুশীলন করা মোটেও সুখকর কিছু ছিল না। আপনি তার কাছ থেকে বল ছিনিয়ে নিতে পারবেন না কিংবা তার কাছেও যেতে পারবেন না। মাত্র ১৭-১৮ বছর বয়সে ওর মতো মনোভাবের কাউকে দেখিনি। সে যদি কখনও পা থেকে বল হারিয়ে ফেলত, তাহলে রীতিমতো আপনার গোড়ালি কামড়ে ধরত। সে এটা মানতেই পারত না। শুরু থেকেই বোঝা যাচ্ছিল সে বড় কিছু হবে। কিন্তু আমি কখনও ভাবিনি সে বিশ্বসেরা ফুটবলার হবে।’

তিনি আরো বলেন, ‘এগুলো খুবই ছোট ছোট মুভমেন্ট, চাপের মধ্য থেকে বের হওয়ার অনেক কৌশল জানা আছে মেসির। আপনি ওর দুর্বল পা সম্পর্কে বলতে পারবেন না। কারণ দুই পায়েই সে ভালো। আপনি ওকে লাথি মারতে পারবেন না, কারণ আপনি তো ওর কাছেই যেতে পারবেন না।’

নিজের মেসির মতো ভালো ফুটবল খেলতে না পারায় অনেকটা হতাশ ছিলেন ওরল্যান্ডি। এ বিষয়ে তিনি বলেন ‘একজন তরুণ খেলোয়াড় হিসেবে মেসির ধাঁরেকাছেও থাকতে না পারা হতাশার ছিল আমার। তবে আমি খুবই সৌভাগ্যবান ছিলাম যে, মেসির সঙ্গে খেলতে ও অনুশীলন করতে পেরেছি। আমার সবচেয়ে ভালো লাগত, জটিল সব পরিস্থিতিতে সে কীভাবে বলটা নিজের কাছে নিয়ে নিতো। ছয়জন খেলোয়াড় ঘিরে রাখলেও সেখান থেকে বের হওয়ার কায়দাটা ঠিকই জানত। অনেক খেলোয়াড় হয়তো এটা ভাবতেও পারে না।’

(ঢাকাটাইমস/১০এপ্রিল/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বাংলাদেশের নতুন স্পিন কোচ কিংবদন্তি মুশতাক আহমেদ

পেনাল্টি নিতে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, কড়া হুঁশিয়ারি কোচ পচেত্তিনোর

উইজডেনের বর্ষসেরার তালিকায় অস্ট্রেলিয়ার তিন ও ইংল্যান্ডের দুইজন

সার্বিয়ান ওপেনে ইরানি নারী তায়কোয়ান্দোদের ২ পদক

এগিয়ে থাকলেও পিএসজিকে সমীহ করছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ

অবসর ভেঙে তামিম ও মুশফিককে টি-টোয়েন্টি দলে ফেরানোর ব্যাপারে যা বললেন শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বেশি প্রত্যাশা না রাখার অনুলোধ শান্তর!

উইজডেনের ‘লিডিং ক্রিকেটার’ কামিন্স ও ব্রান্ট

বেঙ্গালুরুর একাদশে না থাকার রহস্য ভাঙলেন ম্যাক্সওয়েল

তাসকিনের বিশ্রাম ও আইপিএল খেলতে না দেওয়া নিয়ে যা বলছে বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :