বড়লেখায় ১০ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশ | ১০ এপ্রিল ২০২১, ১৯:৫৩

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস

মৌলভীবাজারের বড়লেখায় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় উপজেলার বিভিন্ন বাজারের ১০ ব্যবসায়ীকে ১৬,৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও শামীম আল ইমরান।
জানা গেছে, করোনা ভাইরাসের উচ্চ সংক্রমণ রোধে সরকারের জারিকৃত নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পরও দোকান খোলা রেখে মালামাল বিক্রি করায় উপজেলা সদর, কাঁঠালতলী বাজার ও দক্ষিণভাগ বাজারের ১০ ব্যবসায়ীকে বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
ইউএনও শামীম আল ইমরান ভ্রাম্যমাণ আদালত চালিয়ে জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করে জানান, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সকলকে স্বাস্থ্যবিধি ও সরকার কর্তৃক জারিকৃত বিভিন্ন নির্দেশনা মেনে চলতে হবে। সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
(ঢাকাটাইমস/১০এপ্রিল/এলএ)