সাংবাদিকতা-পরিবেশ সংরক্ষণে সম্মাননা পেলেন নয়জন

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ এপ্রিল ২০২১, ২০:৩১

মানবিকতার রক্ষা, পরিবেশ ও সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় নয়জন ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে সিংড়া পৌর কনফারেন্স হলরুমে মানবাধিকারের নব-নির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে এই সম্মাননার আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার কমিশন সিংড়া উপজেলা শাখা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির প্রতিষ্ঠাতা ও মানবাধিকার সিংড়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান। বিগত দিনে করোনা, বন্যাসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেয়া হয়।

সম্মাননাপ্রাপ্তরা হলেন- করোনা ও বন্যায় অসহায় মানুষদের খাদ্য সহায়তা দেওয়ায় সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, আইন-শৃঙ্খলা ও মানবাধিকার রক্ষায় সিংড়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. জামিল আকতার, সাংবাদিকতা ও মানবাধিকার রক্ষায় যুগান্তরের সাংবাদিক মাহফুজ আলম মুনী, প্রথম আলোর সাংবাদিক মুক্তার হোসেন, মানবাধিকার রক্ষায় মো. আব্দুস সালাম, সাংবাদিকতা ও মানবাধিকার রক্ষায় দেশ রূপান্তরের সাংবাদিক আব্দুল হাকিম, সিংড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস.এম ইসাহক আহমেদ, সাংবাদিকতা ও পরিবেশ রক্ষায় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ও যুগান্তরের সাংবাদিক সাইফুল ইসলাম, পরিবেশ সংরক্ষণে মো. হাসান ইমাম।

পরে সিংড়া পৌর শহরের গোডাউনপাড়া মহল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন ও পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, লবণ, সাবান বিতরণ করেন মানবাধিকার কর্মীরা।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :