বন্দর হাসপাতালে করোনা টিকা দেয়া শুরু সোমবার

প্রকাশ | ১০ এপ্রিল ২০২১, ২০:৫১

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস

চট্টগ্রাম বন্দর হাসপাতালকে করোনার টিকাকেন্দ্র হিসেবে তালিকাভুক্ত করেছে সরকার। তাই এ হাসপাতালে বন্দরের কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি সাধারণ মানুষও টিকা নিতে পারবেন।
চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায়, ইতোমধ্যে হাসপাতালটি পরিদর্শন করে গেছেন সরকারের একটি প্রতিনিধি দল। সোমবার (১১ এপ্রিল) পরীক্ষামূলকভাবে টিকা দেয়া কার্যক্রম শুরু হবে। পাশাপাশি মঙ্গলবার (১২ এপ্রিল) আনুষ্ঠানিকভাবেই শুরু করার কথা রয়েছে টিকা প্রদান কার্যক্রম।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে ১২ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে সরকারি প্রতিনিধি দল হাসপাতাল পরিদর্শন করে গেছেন। টিকাপ্রদান ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে।’
তিনি আরও বলেন, এখন থেকে বন্দর হাসপাতাল কেন্দ্রে টিকা গ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা সফটওয়্যারে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। চট্টগ্রাম বন্দরের কর্মচারী-কর্মকর্তাদের জন্য বন্দর হাসপাতালের ১১১ নম্বর কক্ষে রেজিস্ট্রেশন সহায়তা দেওয়া হচ্ছে সচিব ওমর ফারুক  জানান।
(ঢাকাটাইমস/১০এপ্রিল/এলএ)