সোমালিয়ায় আত্মঘাতী হামলায় তিনজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ এপ্রিল ২০২১, ২০:৫৭

সোমালিয়ার বাইদোয়া অঞ্চলের আঞ্চলিক গভর্নরের কার্যালয়ে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গভর্নর সামান্যের জন্য রক্ষা পেলেও তার দুই দেহরক্ষীসহ তিন ব্যক্তি নিহত হয়েছেন।

গভর্নরের দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার এক আত্মঘাতী নিজেকে উপসাগরীয় অঞ্চলের রাজধানী বাইদোয়ার হোটেলের সামনে বোমার বিস্ফোরণ ঘটান। ওই আত্মঘাতী গভর্নর আলী ওয়ার্ধি দুয়ুকে টার্গেট করেন। হামলায় তিনি রক্ষা পেলেও তার দুইজন দেহরক্ষীসহ বাকি আরেকজন নিহত হয়েছেন। আহত পাঁচ বেসামরিক নাগরিককে হাসপাতালে নেওয়া হয়েছে।

আতাফ মোয়ালিম নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, এটা ছিল ভয়াবহ ঘটনা যেটাতে আমি বিস্মিত হয়েছি। তিনি হামলার ঘটনাস্থল থেকে বেশি দূরত্বে ছিলেন না উল্লেখ করে বলেন, বিস্ফোরণের পর সেখানে গিয়ে দেখি কয়েকজনের মৃতদেহ ছড়িয়ে আছে। আল কায়েদা সংশ্লিষ্ট আল শাবাব জঙ্গি গোষ্ঠী হামলা দায় স্বীকার করেছেন।

বাইদোয়া সোমালিয়ার অন্যতম প্রধান শহর যেটা রাজধানী মোগাদিসু থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/কেআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :