কাশিমপুর কারাগার সুপার দম্পতি করোনায় আক্রান্ত

প্রকাশ | ১০ এপ্রিল ২০২১, ২১:২৩

নগর প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সুপার মো. আব্দুল জলিল করোনায় আক্রান্ত হয়েছেন। পরে তার পরিবারের লোকজনের নমুনা পরীক্ষা করতে দেয়া হলে স্ত্রী ও শ্বশুরসহ কারাগারের রানার মাহফুজুল হকের নমুনায় করোনা শনাক্ত হয়। তারা সকলেই আইসোলেশনে রয়েছেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার আবু সায়েম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার আবু সায়েম জানান, করোনার লক্ষণ দেখা দিলে গত ২৭ মার্চ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষার জন্য দেন জেল সুপার আব্দুল জলিল। পরে তার পরিবারের লোকজনের নমুনা পরীক্ষা করলে স্ত্রী ও শশুরের নমুনায় করোনা শনাক্ত হয়।
এছাড়াও কারাগারের রানার মাহফুজুল হক এবং কারা হাসপাতালের এক নার্সও করোনায় আক্রান্ত হন। ২৮ মার্চ জেল সুপার রাজারবাগে সেন্ট্রাল পুলিশলাইন হাসপাতালে এবং অন্যরা হোম আইসোলেশনে যান। পরবর্তীতে আইসোলেশনে থাকার পর কারাগারের রানার ও নার্সের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ ফল আসে।
(ঢাকাটাইমস/১০এপ্রিল/এলএ)