আটক দুই ভারতীয় নাগরিককে হস্তান্তর

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ এপ্রিল ২০২১, ২২:২০

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে দুই ভারতীয় নাগরিক আটকের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের শর্তে বিএসএফ’র কাছে হস্তান্তর করেছে বিজিবি। শনিবার বিকালে ওই দুইজনকে হস্তান্তর করা হয়।

সূত্র জানায়, সকালে উপজেলার সীমান্ত এলাকার কালাকুমা গ্রামে ভারতীয় দুইজন নাগরিক অবৈধভাবে ঘোরাঘুরি করছিল। এ সময় রামচন্দ্রকুরা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ওমর ফারুকসহ তার সঙ্গীয়রা তাদের আটক করে। আটকরা হলেন- কাবিল মিয়া ও সিদ্দিক আলী। তাদের উভয়ের বাড়ি ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার মানকা থানার কাত্রিপাড়া এলাকার ডাকাইর গ্রামে। এ সময় তাদের কাছ থেকে দুটি এনআইডি কার্ড, একটি ব্যাংকের এটিএম কার্ড ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটকের পর ভারতীয় ওই দুই নাগরিগকে ফেরত পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :