কালবৈশাখীর শঙ্কা, বাড়তে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ এপ্রিল ২০২১, ১৩:৫০ | প্রকাশিত : ১১ এপ্রিল ২০২১, ১২:৫৫

আজও দেশের এক বিভাগের দুয়েক জায়গায় কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা বাড়তে পারে। রবিবার সকালে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

কুষ্টিয়াসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি অব্যাহত থাকতে পারে। বৃদ্ধি পেতে পারে বলেও জানানো হয়েছে।

আগামী ৩ দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। এছারা আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। তাদের তথ্যমতে, শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/আরকে/কেআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :