উল্লাপাড়ায় ট্রাক-মাইক্রোবাসে গাদাগাদি যাত্রী পরিবহন

লিখন আহমেদ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
| আপডেট : ১১ এপ্রিল ২০২১, ১৬:০৬ | প্রকাশিত : ১১ এপ্রিল ২০২১, ১৫:২৮

লকডাউনে দূরপাল্লার বাস চলাচল বন্ধ। এ সুযোগে অনেক পন্যবাহী ট্রাক ও মাইক্রোবাস চালক তাদের গাড়িতে গাদাগাদি করে যাত্রী পরিবহন করছেন। শনিবার সিরাগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এমনই দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-বগুড়া মহাসড়কে দূরপাল্লার বাস বন্ধ থাকায় হাটিকুমরুল গোলচত্বরে শত শত যাত্রী গন্তব্যে পৌঁছানোর অপেক্ষায় দাঁড়িয়ে আছে। বাসস্ট্যান্ডে বাস না থাকলেও মাইক্রোবাস ও পণ্যবাহী ট্রাক রাস্তায় দাঁড়িয়ে আছে। ঢাকায় যাওয়ার জন্য যেসব যাত্রীরা আসছেন তাদের নিয়ে টানাটানি শুরু করে দিচ্ছেন এসব গাড়ির চালক। অন্যদিকে, দূরপাল্লার গাড়ি বন্ধের সুযোগে যাত্রীদের কাছ থেকে আগের ভাড়ার চেয়ে তিন চার গুণ বেশি ভাড়া আদায় করে নেয়া হচ্ছে। ট্রাকে গাদাগাদি করে অনেক মানুষকে দাঁড়িয়ে ও বসে থাকতে দেখা গেছে। তারা মানছে না কোনো সামাজিক দুরত্ব।

কয়েকজন ট্রাকযাত্রী বলেন, ‘আমাদের ঢাকায় পৌঁছানো খুবই দরকার। অনেক্ষণ ধরে একটা গাড়ির অপেক্ষায় এখানে দাঁড়িয়ে আছি। মাইক্রোবাসে ওঠার সুযোগ না পেয়ে অনেক ভোগান্তি সহ্য করে গন্তব্যে পৌঁছানোর জন্য ট্রাকে উঠেছি। আগের ভাড়ার চেয়ে তিন চার গুণ বেশি ভাড়া দিতে হচ্ছে আমাদের।’

স্বাস্থ্যবিধি মানছেন না এমন প্রশ্ন করলে তারা বলেন, ‘করোনার ভয়ে ঘরে বসে থাকলে আমাদের না খেয়ে মরতে হবে। তাই আমরা নিজ নিজ কর্মের সন্ধানে বের হয়েছি।’

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, ‘মহাসড়কের বিভিন্ন স্থানে এসব গাড়ি দাঁড় করে যাত্রী বহনের চেষ্টা করলে পুলিশ তাদের নিষেধ করছে। যখন আমরা একস্থান থেকে অন্যস্থানে যাই তখন তারা আবার যাত্রী উঠানোর চেষ্টা করে।’

(ঢাকাটাইমস/১১এপ্রিল/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :