মিতা হকের মৃত্যুতে তারকাদের শোক

প্রকাশ | ১১ এপ্রিল ২০২১, ১৬:৩৯

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন খ্যাতিমান রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক। তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। রবিবার ভোর ৬টা ২০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

একুশে পদকপ্রাপ্ত এই সংগীতশিল্পীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আবদুল হামিদ। তাঁরা মিতা হকের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও প্রকাশ করেন। এছাড়া কিংবদন্তি শিল্পীর মৃত্যুতে শোক জানিয়েছেন দেশের প্রথম সারির কয়েকজন বিনোদন তারকাও।

জয়া আহসান লিখেছেন, ‘মিতা হক আছেন। তাঁর গানের মধ্যে। আমাদের বুকের গভীরে।’

চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক। আমাদের প্রাণের মানুষ, মিতা আপা। চলে গেলেন সবাইকে ছেড়ে। আর কোনোদিন শুনতে পাবো না আপনার গান, দেখতে পাবো না এই হাসি মুখখানা। গভীর শ্রদ্ধা।’

মেহের আফরোজ শাওন লিখেছেন, ‘মিতা আন্টি। ভালো থাকুন অনন্ত নক্ষত্রবীথিতে। শ্রদ্ধা, ভালোবাসা।’

কুমার বিশ্বজিৎ লিখেছেন, ‘আপনার প্রতি শ্রদ্ধা মিতা আপা। আপনার আত্মার শান্তি কামনা করি।’

সামিনা চৌধুরী লিখেছেন, ‘মিতা আপা। খুব অপরাধী লাগছে। বিশ্বাস করা যাচ্ছে না।’

শাহনাজ খুশি লিখেছেন, ‘আমাদের মিতা আপা, (মিতা হক) আর নাই! রোজ সকালে নিউজ ফিডে ঢুকলেই কোনো না কোনো গুনী মানুষের প্রস্থান!! যারা দেশের মর্যাদা/পুস্প/গন্ধ/সুবাতাস। মিতা আপা, বিনম্র শ্রদ্ধা! শান্তিতে ঘুমান।’

তানভীন সুইটি লিখেছেন, ‘মিতা হক সকাল ৬.২০ এ চলে গেলেন সবাইকে ছেড়ে। তার আত্নার শান্তি কামনা করি। সবাই তার জন্য দোয়া করবেন।’

তপন মাহমুদ লিখেছেন, ‘শোকস্তব্ধ হৃদয়ে জানাচ্ছি যে, সবার প্রাণের মানুষ, গানের মানুষ, আমার অনেক স্নেহের ছোট বোন, একুশে পদকপ্রাপ্ত বরেণ্য শিল্পী মিতা হক আজ সকাল ৬টা ২০ মিনিটে অমৃতলোকে চলে গেছেন। তার মৃত্যুতে আমি গভীর বেদনায় হতবিহ্বল, স্তম্ভিত। রবীন্দ্রসংগীতের পরিশীলিত ধারার এই শিল্পীর হঠাৎ প্রস্থানে যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহসা পূরণ হওয়ার নয়। আমি তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।’

প্রয়াত মিতা হককে রবিবার ১১টার দিকে ছায়ানটে নিয়ে যাওয়া হয়। সেখানে শিল্পীর বহুদিনের সহকর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানান। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় কেরানীগঞ্জে মিতা হকদের আদি বাড়িতে। জোহরের নামাজের পর সেখানেই তাকে দাফন করা হয়।

ঢাকাটাইমস/১১এপ্রিল/এএইচ