কুলিয়ারচরে বলাৎকারে অভিযুক্ত ইয়াকুব গ্রেপ্তার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ এপ্রিল ২০২১, ১৭:০৪

কিশোরগঞ্জের কুলিয়ারচরের শিশু বলাৎকারের অভিযোগে আলোচিত মাদ্রাসা শিক্ষক মুফতি ইয়াকুব আলীকে(৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সেকান্দরনগর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত হাফেজ ইয়াকুব আলী উপজেলার উছমানপুর ইউনিয়নের উছমানপুর গ্রামের সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা আব্দুল কাদিরের ছেলে।

গত বুধবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে নির্যাতনের শিকার এক ছাত্রের বাবা বাদী হয়ে ইয়াকুব আলীর বিরুদ্ধে কুলিয়ারচর থানায় একটি মামলা করেন।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সুলতান মাহমুদ জানান, মাদ্রাসাছাত্র বলাৎকারের ঘটনায় হাফেজ মাওলানা ইয়াকুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কিশোরগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :