সোম-মঙ্গলবারও চলবে না লঞ্চ

প্রকাশ | ১১ এপ্রিল ২০২১, ১৭:১৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ শেষে বুধবার থেকে আসছে সর্বাত্মক লকডাউন। এর মাঝের দুই দিন সোম ও মঙ্গলবারও কঠোর বিধিনিষেধের মধ্যে থাকবে দেশ। এজন্য এই দুই দিন লঞ্চ না চালানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

রবিবার দুপুরে বিআইডব্লিউটিএ’র জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মোবারক হোসেন জানান, চলমান বিধিনিষেধের মধ্যে সারাদেশে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। সম্প্রতি লঞ্চ চলাচলের কোনো সিদ্ধান্ত হয়নি। লকডাউনের মধ্যেও লঞ্চ চলাচল করবে না বলে জানান তিনি।

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে গত ৫ এপ্রিল থেকে সারাদেশে এক সপ্তাহের বিধিনিষেধ দেয় সরকার। যা আজ (রবিবার) রাত ১১টায় শেষ হচ্ছে। এ সময়ের মধ্যে সব আন্তঃজেলা পরিবহনের পাশাপাশি বন্ধ রয়েছে যাত্রীবাহী লঞ্চ চলাচল।

ঢাকা থেকে দেশে দক্ষিণবঙ্গে যাবেন এমন মানুষদের প্রত্যাশা ছিল সোমবার ও মঙ্গলবার লঞ্চ চলাচল করতে পারে। কিন্তু আজ রাতে বিধিনিষেধের সময় শেষ হওয়ার আগেই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, চলমান বিধিনিষেধ সোমবার ও মঙ্গলবারও বলবৎ থাকবে। আর বুধবার থেকে পূর্বঘোষিত লকডাউন।

এর মধ্যে লঞ্চ চলাচলের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ।

এদিকে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও ঢাকা থেকে প্রাইভেটকার ভাড়া করে ভোলা, বরিশাল, বরগুনা, পাথরঘাটা, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর জেলাসহ দক্ষিণের জেলাগুলোতে ছুটছে মানুষ। আসন্ন লকডাউনে ঘিরে তাদের মধ্যে শঙ্কার শেষ নাই।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/কারই/জেবি)