কুড়িগ্রামে বিএসএফের গুলিতে আহত ভারতীয় উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ এপ্রিল ২০২১, ১৮:১৭

কুড়িগ্রামে এবার ভারতীয় এক কিশোরকে গুলি করল দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের টহলদল। আহত কিশোর মিলন মিয়া(১৮) রবিবার ভোর ৩টার দিকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে তার নানার বাড়িতে বেড়াতে আসার সময় গুলিবিদ্ধের ঘটনা ঘটে।

গুরুতর আহত মিলন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দোয়ালিপাড়ায় নানা মকবুল হোসেনের বাড়িতে আশ্রয় নেয়। সেখানেই গোপনে তার চিকিৎসা চলছিল।

খবর পেয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবিরসহ একদল পুলিশ অভিযান চালিয়ে গুলিবিদ্ধ যুবককে মকবুল হোসেনের বাড়ীর পাশে কবরস্থান সংলগ্ন একটি গর্তের ভিতর থেকে উদ্ধার করে। ভোরেই পুলিশ পাহারায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় তাকে।

আহত মিলন ভারতের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার চৌধুরীরহাট শাহিদালের কুঠি গ্রামের জগু আলমের ছেলে।

আহত মিলন মিয়া জানান, রাত ৩টার দিকে জেলার ফুলবাড়ী উপজেলার ১৫ বিজিবি লালমনিরহাটের অধিন অনন্তপূর বিওপি এবং ভারতের বিএসএফ ঝিকরি ক্যাম্পের আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৪৬/৫এস দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ঢুকার সময় টহলরত বিএসএফ সদস্যরা তাকে গুলি করে। তখন তিনি আহত অবস্থায় বাংলাদেশে ঢুকেন।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পুলক কুমার সরকার জানান, আপাতত তার অবস্থা আশঙ্কামুক্ত। তার পাজরের ডানদিক থেকে একটি বুলেট এবং ৮/১০টি স্প্লিন্টার বের করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা আইনশৃংখলা কমিটির ভার্চুয়াল মিটিংয়ে কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. জামাল হোসেন জানান, গুলিবিদ্ধ ভারতীয় নাগরিককে নাগেশ্বরী থানা পুলিশ উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে।

তিনি জানান, ঘটনাটি লালমনিরহাট ১৫ বিজিবি এলাকায় ঘটেছে। এ ব্যাপারে লালমনিরহাট বিজিবি পতাকা বৈঠকের জন্য ভারতীয় বিএসএফের সঙ্গে যোগাযোগ করছে।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেনীতে অনাবাদি জমিতে শতকোটি টাকার তরমুজ চাষ

মাগুরায় চোরাই মোটরসাইকেলসহ তিন চোর আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু 

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

এই বিভাগের সব খবর

শিরোনাম :