সিংড়া মানবাধিকার কমিটির সভাপতি আখতার, সাইফুল সম্পাদক

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ এপ্রিল ২০২১, ১৮:৩৮

বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি)-এর সিংড়া উপজেলা শাখার কমিটি অনুমোদন দেয়া হয়েছে। রবিবার আগামী দুই বছর সিংড়া উপজেলার নির্যাতিত নারী-পুরুষকে আইনগত সহযোগিতা ও মানবাধিকার লঙ্ঘনজনিত কর্মকাণ্ড প্রতিরোধের জন্য ২৩ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেন কমিশনের জেনারেল সেক্রেটারি ড. সাইফুল ইসলাম দিলদার।

কমিটিতে বিলহালতি ত্রিমোহনী অনার্স কলেজের সহকারী অধ্যাপক আখতারুজ্জামান সভাপতি ও সাংবাদিক সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক এবং পরিবেশকর্মী হাসান ইমামকে সাংগঠনিক করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- নির্বাহী সভাপতি এসএম ইসাহক আহমেদ, সহসভাপতি অধ্যাপক হারুন অর রশিদ, ডেইজি আহমেদ, যুগ্ম সম্পাদক রেজাউল করিম বাবলু, আব্দুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রোজ, অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মালেক, আইনবিষয়ক সম্পাদক এডভোকেট রোকনুজ্জামান খান, মহিলাবিষয়ক সম্পাদক ড. জাকিয়া পারভীন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বেলাল হোসেন, দপ্তর সম্পাদ মতিউর রহমান, সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হোসাইন, নির্বাহী সদস্য আমজাদ হোসেন, খান মো. শারফুল ইসলাম খোকন প্রমুখ।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :