চলনবিলে শ্রমিক সংকট লাঘবে হারভেস্টার মেশিন বিতরণ

প্রকাশ | ১১ এপ্রিল ২০২১, ১৮:৫০

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস

চলনবিলে চলনমান করোনা পরিস্থিতিতে দেখা দিতে পারে শ্রমিক সংকট। এ অবস্থায় কৃষকের ধান কেটে ঘরে তোলার জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ভর্তুকি মূল্যে কৃষকদের মধ্যে নয়টি কম্বাইন হারভেস্টার মেশিন (আধুনিক ধান কাটার যন্ত্র) বিতরণ করা হয়েছে। রবিবার উপজেলা কোর্ট মাঠে কৃষকদের মধ্যে এই মেশিন বিতরণ করা হয়।

এর আগে উপজেলা পরিষদ হলরুমে ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে কৃষকদের হাতে চাবি হস্তান্তরের উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনুষ্ঠানে ইউএনও এমএম সামিরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, কৃষি কর্মকর্তা সেলিম রেজা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম রেজা বলেন, কম্বাইন হারভেস্টার মেশিন নয়টি ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মধ্যে বিতরণ করা হচ্ছে। এই মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও বস্তা প্যাকেট জাতকরণসহ সকল সুবিধা রয়েছে।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/এলএ)