বিরামপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ এপ্রিল ২০২১, ১৮:৫২

দিনাজপুর জেলার বিরামপুরে খরিপ-১ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় (অগ্রাধিকার তালিকাভুক্ত) ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপকরণাদি (বীজ ও সার) বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে এসব বীজ ও স্যার বিতরণ করা হয়।

রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার তালিকভুক্ত কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পাল বলেন, চলতি বোরো মৌসুমে উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভার ৩১০ জন কৃষকের মাঝে ৫ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

এসময় উপজেলা কৃষি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :