২০ এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ সব ফ্লাইট বন্ধ

প্রকাশ | ১১ এপ্রিল ২০২১, ১৯:৪১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে  যাওয়ায় আগামী ২০ এপ্রিল পর্যন্ত  অভ্যন্তরীণ সব রুটে  ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে।

রবিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

চলতি বছরের মার্চ মাসে হঠাৎ করেই করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যায়। এপ্রিলের শুরু থেকে তা আরও বাড়ে। শনাক্ত ও মৃত্রুতে আগের সব রেকর্ড ছাড়িয়ে যায়। এ অবস্থায়  সরকার সারা দেশে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ জারি করে গত ৪ এপ্রিল। গত সোমবার সকাল ৬টা থেকে ‘লকডাউন’ শুরু হয়। এক সপ্তাহের ঢিলেঢালা ‘লকডাউন’ শেষ হচ্ছে আজ।

 

এরই মধ্যে রবিবার সকালে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

সেতুমন্ত্রী বলেন, দেশে চলমান এক সপ্তাহের ‘লকডাউন’ রবিবার রাত ১১টায় শেষ হচ্ছে। তবে আগামীকাল সোমবার ও পরদিন মঙ্গলবারও এর ধারাবাহিকতা চলবে।

 

‘আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন।’

 

এসময় সরকারি-বেসরকারি অফিস ও দোকান-পাট, মার্কেট বন্ধ থাকবে।

 

ঢাকাটাইমস/১১এপ্রিল/ ইএস