সপ্তাহে তিনদিন চলবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ

প্রকাশ | ১১ এপ্রিল ২০২১, ২০:০৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

করোনা পরিস্থিতি বিবেচনায় সপ্তাহে তিনদিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলার কার্যেক্রম চলবে বলে সিদ্ধান্ত হয়েছে।

রবিবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ তথ্য জানানো হয়েছে।

 

সিন্ধান্ত অনুযায়ী সপ্তাহে তিনদিন অর্থাৎ রবি, মঙ্গল ও বহস্পতিবার সকাল ৯.৩০ থেকে দুপুর ১২টা পর্য ন্ত সীমিত পরিসরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলার কার্যেক্রম চলবে।

এ সম্পর্কে জারি করা এক প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা।

 

এর আগে গত ৫ এপ্রিল সপ্তাহে ১ দিন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত খোলা রাখার সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। ওই প্রজ্ঞাপনে বলা হয়েছিল ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত ভার্চুয়ালি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৪টি বেঞ্চ ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১ টি চেম্বার আদালত চলবে।

(ঢাকা টাইমস/ ১১ এপ্রিল/এআইএম/ ইএস)